বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি শুকতারা ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে স্বাগতিক উগলছড়ি শুকতারা ক্লাব ও খাগড়াছড়ি থেকে আগত পার্বত্য ফুটবল একাডেমি।
প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম কাউন্সিলর, রাঙামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহার, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল সবুর, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক মামুন, পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন ও সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন রাজু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান মানিক এর ধারাবিবরণীতে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ। ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন পঞ্চম কর্মকার ও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন মো. হান্নান প্রধান ও কফিল উদ্দিন।
আয়োজকরা বলেন, দীর্ঘ বছর পর আমরা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে এমন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজনের চেষ্টা করবো। নির্ধারিত ৮০ মিনিটের খেলায় উগলছড়ি শুকতারা ক্লাব ৩-১ গোলে খাগড়াছড়ি পার্বত্য একাডেমিকে পরাজিত করে।
খেলা শেষে অতিথিরা এমন আয়োজনের জন্য আয়োজক কমিটি ও উগলছড়ি বিএনপি পরিবারের প্রতি সাধুবাদ জানান এবং খাগড়াছড়িতে আগত পার্বত্য একাডেমির অধিনায়ক পুলক ত্রিপুরাকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।