মিশু মল্লিক
রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় এপ্রিল মাসে হারিয়ে যাওয়া আরো ৪৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এই সেলের মাধ্যমে ৩১৮ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ। এসময় সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ উপ পরিদর্শক (নিরস্ত্র) মাসুদ রানাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, হারানো মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে উদ্ধার করা হয়। জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি এই পর্যন্ত মোট ৩১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬৩ লক্ষ ৮০ হাজার টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
ভিকটিম আলাউদ্দীন আলী বলেন, আমার মোবাইলটি দেড়মাস আগে শহরের বনরূপা সিএনজি স্টেশন থেকে হারিয়ে যায়। এরপর আমি থানায় জিডি করি। আজ আমার মোবাইলটি ফেরত পেয়ে খুব ভালো লাগছে। আমরা রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ বলেন, আমাদের সাইবার ইউনিট এখন অনেক দক্ষ ও শক্তিশালী। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা ভিকটিমদের হারানো মোবাইলগুলো খুব অল্প সময়ে উদ্ধার করতে পারছি। হারানো মোবাইল উদ্ধারের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।