বিশেষ প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয়ের ছাত্র-অভিভাবক ও প্রবীণ ব্যাক্তি মানস কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকছুদুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সুলতান আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবর।
এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ ও ১০ম শ্রেণি ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।