আলীকদম প্রতিনিধি
বান্দরবানে আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের, ৪নং ওয়ার্ড ক্যানশন পাড়া সংলগ্ন দৌছড়ী সাইংপ্রা ঝর্ণায় বেড়াতে গিয়ে, মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামের এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ আতাহার ইসরাক রাফির বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা বদরখালী ইউনিয়নে।
আলীকদম টুরিস্ট গাইড সমিতির সহ-সভাপতি মিন্টু কর্মকার্র বলেন, ২৫ জনের একটি দল ২১ জন ঢাকা থেকে আগত পর্যটক ও চারজন স্থানীয় গাইড ছিল। পাঁচ দিন আগে তারা ঢাকা থেকে ভ্রমণ শুরু করেন। ১০ তারিখ আলীকদমে আসেন, ১১ তারিখ আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা দেখতে যান। সেখানেই আটকে পড়েন তারা। এ অবস্থায় সেখানে অবস্থানকালে ঝর্ণার নিচে পাথর থেকে পড়ে শনিবার মারা যান মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামের এক ট্যুর অপারেটর (গাইড)।
৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকা। পাশাপাশি রাত বেশি হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন থাকার কারণে উদ্ধারকারী দল রাতে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করার কার্যক্রম চলছে বলে জানান।
আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান জানিয়েছেন, আলীকদমের দো’ছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। বাকিরা সবাই নিরাপদে আছেন বলে খবর পেয়েছি। লাশটি আলীকদম সদরে নিয়ে আসা হচ্ছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।