আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আসামি আবু মুছাকে (৩২)। জমি নিয়ে বিরোধ এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় মকবুল সওদাগরের দোকানের সামনে সৎ ভাইয়ের হাতে খুন হন ছোট ভাই। নিহত নুরুল আবছার মামুন (১৯) ও তার বড় ভাই আবু মুছার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ এবং তাদের মায়ের একটি গরু-বাছুর দেওয়া নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে মারামারিতে রূপ নেয়। এ সময় আবু মুছা তার ছোট ভাই মামুনকে কিল, ঘুষি মারতে থাকেন এবং তার বাম কানে কামড় দিয়ে কানের নিম্নাংশ ছিঁড়ে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মামুন মারা যায়।
নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যা মামলা (নং-১, তারিখ: ৪ জানুয়ারি ২০২৫) দায়ের করেন। বিষয়টি বান্দরবান জেলার পুলিশ সুপারকে জানানো হলে দ্রুত আসামি গ্রেফতার ও মামলার তদন্তের নির্দেশনা দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হারুন রশিদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে এবং লামা থানার সহযোগিতায় ৮ জানুয়ারি ২০২৫ তারিখে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিনি দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসামি আবু মুছাকে গ্রেফতার করে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দ্রুত অভিযানের ফলে ৭২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়। এ ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।