এস এম জুয়েল, আলীকদম
বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ছাত্রীর দায়ের করা মামলায় রাতে আলীকদম থানার পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক বদিউল আলম (৪৮) কে আটক করেন। এ মামলায় অপর আসামি বিদ্যালয়টির সহকারি শিক্ষক বাবলুর রহমান ওরফে জোবাইর (৩৩) পলাতক রয়েছেন। যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হওয়া আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে পুলিশ প্রধান শিক্ষককে বান্দরবান সদরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজির করলে বিচারক এএসএম এমরান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক বদিউল আলম, বরিশাল সদরের কাসেম আলী বেপারীর পুত্র এবং সহকারি শিক্ষক বাবলুর রহমান ওরফে জোবাইর যশোরের কেশবপুর উপজেলা সাগরদাড়ি গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র।
মামলার এজাহারে বলা হয়, গত ৯ মে বিদ্যালয় চলাকালীন সকাল আনুমানিক ৯টার সময় অভিযুক্ত প্রধান শিক্ষক ওই ছাত্রীকে ডেকে তার থাকার ঘরে নিয়ে রুম পরিষ্কার করতে বলেন। এ সময় প্রধান শিক্ষক বদিউল আলম ভুক্তভোগী ছাত্রীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেন এবং শরীরের বিভিন্ন অঙ্গে স্পর্শ করেন। বাধা দিলে বিয়ে করার প্রলোভন দেখান।
ঘটনাটির পর ওই শিক্ষার্থী সাড়া না দিলে ৮ জুন তাকে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হুমকির অভিযোগ করা হয়। ভুক্তভোগী ছাত্রী পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের সাথে আলাপ-আলোচনা করে থানায় এজাহার দায়ের করার পর পুলিশ প্রধান শিক্ষক বদিউল আলমকে বুধবার রাতে আটক করেন।
বুধবার বিকেলে বান্দরবান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ এর কাছে জানতে চাইলে বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষকের জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।