বান্দরবানের আলীকদম উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে দরিদ্র নারী-পুরুষের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওতায় ৪৯ জন নারী পুরুষের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাইনথপ মুরুং। সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ ও আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, তৃনমূল পর্যায়ের দরিদ্র মানুষদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে সরকার সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরনের উদ্যোগ নিয়েছে। তাই সবাইকে এ ঋণের টাকা যথাযথ ব্যবহার করে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ জানান, মৎস্য চাষ, গবাদি পশু মোটাতাজাকরণ, হাঁস মুরগি পালন, ক্ষুদ্র বিনিয়োগ, শাক সবজি চাষে বিনিয়োগের জন্য এ ঋণ প্রদান করা হয়েছে। ঋণ গ্রহীতারা এ ঋণের টাকা যথাযথ ব্যববহার করলে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন।
Previous Articleজেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
Next Article ‘আমি এবং আমার পৃথিবী’
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.