আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যাপারে বুধবার ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে থানায় চারজনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে। পুলিশ এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো মংচাপাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মো. করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০), আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। তারা সকলেই নয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী মাতামুহুরী নদীতে গোসল করে বাড়িতে যাওয়ার সময় অভিযুক্তরা ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে একের পর এক ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ছাত্রী তামাক ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পরে জ্ঞান ফিরলে বাড়িতে গিয়ে পিতা-মাতাকে ঘটনার বিষয়ে জানায়। এ ঘটনার পর অভিযুক্তরা মামলা না দিতে ভয়ভীতি প্রদর্শন করে।
জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওযা গেছে।