অর্ণব মল্লিক, কাপ্তাই
কর্ণফুলী নদীতে শখের বসে মাছ শিকারে বড়সি ফেলে প্রায় ২৩ কেজি ২শত গ্রাম ওজনের একটি বড় কোরাল মাছ পেলেন কাপ্তাই পিডিবির কর্মচারী মোঃ আলী হোসেন। মঙ্গলবার (১ আগষ্ট) আনুমানিক বেলা ১১টার দিকে কাপ্তাই পিডিবি এলাকা সংলগ্ন কর্ণফুলী নদীর অংশে বড়সির মাধ্যমে মাছটি পান তিনি। এছাড়া বিশাল এই কোরাল মাছটি ২৩ হাজার টাকায় বিক্রিও করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মোঃ আলী হোসেন এর মেয়ে আফরিনা আক্তার প্রমি জানান, আমার বাবা অনেকটা শখের বসে আগে থেকেই বড়সি দিয়ে কর্ণফুলী নদীতে মাছ শিকার করতেন। এর আগেও তিনি নদীতে বেশ বড় বড় মাছ পেয়েছেন। প্রায় ৩০ কেজি ওজনের কোরাল মাছ নদীতে পাওয়ার রেকর্ড আছে আমার বাবার। এদিকে আজ মঙ্গলবারেও পাওয়া প্রায় ২৩ কেজি ওজনের এই মাছটি আমার বাবা বড়সির মাধ্যমে পান।