আইএলও এর অর্থায়নে পরিচালিত ‘সার্পোর্টিং ইমপ্লিমেনশন অফ ইনফরমাল এপ্রেনটিকশিপ প্রোগ্রাম ইন রাঙামাটি হিল ডিস্ট্রিক’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও প্রোগ্রেসিভ এর সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ও প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে একে অপরের হাতে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী পরিচালক ছাদেক আহমদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।