শ্যামল রুদ্র, রামগড়
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় রামগড় উপজেলায় ২য় ধাপের চতুর্থ পর্যায়ে নির্মিত জমিসহ ৬৫টি ঘর হস্তান্তর বিষয়ে ৭,আগষ্ট বেলা সাড়ে বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসব্রিফিং করা হয়। আগামী ৯,আগষ্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে । প্রেসব্রিফিং করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) মানস চন্দ্র দাশ।
উপস্থিত গণমাধ্যম কর্মীদের এসময় জানানো হয়,” মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমি ও গৃহহীন পারিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের এ প্রকল্পটিতে মুজিববর্ষ উপলক্ষ্যে সংযোজন করা হয়েছে ৪০০ বর্গফুট আয়তনের ২কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর। সুপরিসর টানা বারান্দা এবং পেছনে রয়েছে রান্নাঘর ও স্বাস্থ্য সম্মত স্যানিটারি ল্যাট্রিন। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি পুনর্বাসিতদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা। ক্লাস্টারভিত্তিক স্থাপিত প্রকল্প গ্রামগুলোতে সুনির্দিষ্ট দৃষ্টিনন্দন লে- আউটের মাধ্যমে অভ্যন্তরীন রাস্তা, কমিউনিটি সেন্টার, পুকুর, খেলার মাঠ প্রভৃতি নিশ্চিত করা হয়
উল্লেখ্য, রামগড়ে আশ্রায়ণ-২ প্রকল্প এর আওতায় ইতিপূর্বে ১ম, ২য় ও ৩য় এবং ৪র্থ পর্যায়ে ১ম ধাপে মোট ৪৭৬ টি ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়। এর মধ্যে রামগড় পৌরসভায় ৫৩, রামগড় সদর ইউনিয়নে ২১৪ ও পাতাছড়া ইউনিয়নে ২০৯টি গৃহ নির্মাণ করা হয়েছে।
এবার ২০২২-২৩ অর্থবছরে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) রামগড় উপজেলায় ৬৫টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) ৬৫টি গৃহের মধ্যে রামগড় পৌরসভায় ৩৭, রামগড় সদর ইউনিয়নে ২৩ ও পাতাছড়া ইউনিয়নে ৫ টি গৃহ নির্মাণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত বক্তব্যে আরও বলেন, পৌরসভার ভেতর যাদের মাথা গুজার আশ্রয় ছিল না, যারা নদীর পাড়ে বা অন্যের আশ্রয়ে কোনভাবে রাত্রিযাপন করত তাদের জন্য পৌরসভার উপকণ্ঠে ‘হক টিলা’ নামক স্থানে গৃহ নির্মাণ করা হয়েছে। ভূমি ও গৃহহীন অসহায় দরিদ্র পরিবারগুলো দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরের পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে পাচ্ছেন ২ শতাংশ ভূমির মালিকানা।
অসহায় ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ব্যতিক্রমী উদ্যোগ। রামগড় উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন বলে তিনি প্রেসব্রিফিং এ উল্লেখ করেন।