লিটন শীল, অতিথি প্রতিবেদক
‘দোল রাঙামাট্টে’ বা সুন্দর রাঙামাটি শিরোনামের নতুন এক গান নিয়ে আসছে রাঙামাটির অন্যতম ব্যান্ডদল সাইক্লোন। গানটি বাংলা ও চাকমা ভাষায় সংমিশ্রণে ব্যান্ডের মূল ভোকালিস্ট জিকো নিজেই রচনা করেছেন ও সুর দিয়েছেন। জুলাই মাসে ইউটিউব চ্যানেল ও ‘সাইক্লোন’র নিজস্ব ফেসবুক পেজে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে বলে জানিয়েছেন জিকো ।
এরই মধ্যে ‘দোল রাঙামাট্টে’ গানটির ৩৯ সেকেন্ডের একটি ট্রেলার ফেসবুক পেজে প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়েছে। এখন পরিপূর্ণ গানটি দেখার অপেক্ষায় আছে দর্শক-শ্রোতারা।
গান প্রসঙ্গে জিকো মারমা বলেন, ২০২০ সালে জি সিরিজের ব্যানারে তার প্রথম মৌলিক ‘রূপসী’ গানটির মিউজিক ভিডিও মুক্তি পেয়েছিল। গানটি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে। খুব কম সময়ে দর্শক-শ্রোতাদের মধ্যে গানটি ছড়িয়ে যায়। সবমিলিয়ে গানটি এ পর্যন্ত ৯৬.৭৯৫ হাজার বার মানুষ দেখেছে। প্রতিনিয়ত বাড়ছে এর ভিউ। তাদের এই ভালোবাসায় আমরা অভিভূত। একটি কাজ যখন মানুষের কাছে পৌঁছায় এবং তাদের পছন্দের তালিকায় যুক্ত হয় সেই অনুভূতি ব্যক্ত করা যায় না। এটি নতুন কাজের অনুপ্রেরণা যোগায়।
নতুন গান প্রসঙ্গে জিকো বলেন, ‘দোল রাঙামাট্টে’ সাইক্লোনের দ্বিতীয় মৌলিক গান। এই গানটি বাংলা এবং চাকমা এই দুই ভাষার সংমিশ্রণে করা। গানটিতে রাঙামাটির প্রকৃতিক সৌন্দর্য্য গুলোকে তুলে ধরা হয়েছে। যারা নদী ও সবুজ পাহাড় ঘেরা রাঙ্গামাটিকে ভালোবাসেন আশা করছি তাদের এই গানটি অবশ্যই ভালো লাগবে। আমার বিশ্বাস ‘রুপসী’ গানের মতো এই গানটিও জনপ্রিয়তা পাবে। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসে গানটি দর্শক-শ্রোতাদের উপহার দেওয়া হবে।
জিকো আরো বলেন, ১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় ব্যান্ড ‘সাইক্লোন”। আগামীতে আরো নতুন নতুন গান দর্শক-শ্রোতাদের উপহার দেবো এই আশা রাখছি। বর্তমানে সাইক্লোনের সদস্য হিসেবে আছেন জিকো মারমা, কনক দাশ শুভ, বনি আসাম , অন্তর ত্রিপুরা এবং সৌখিন দেওয়ান ।
আসছে সাইক্লোনের ‘দোল রাঙামাট্টে’
আলোকিত পাহাড়
2 Mins Read
Previous Articleঅপহরণ আতংক ভয় ছড়াচ্ছে রাজস্থলীতে
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.