নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের নতুন ভবন নির্মাণ কাজের ভিত পাথর স্থাপন করেছেন,খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নিজস্ব ক্রয়কৃত জমির উপর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনের কাজের শুভ সূচনা করে দেন তিনি।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সমিতির প্রধান উপদেষ্টা ও রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ, রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন, আসবাবপত্র ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ মিজান,সাধারন সম্পাদক মহিউদ্দিন পিয়ারু সহ সমিতির সাবেক ও বর্তমান উপদেষ্টাগণ,কার্যকরী পরিষদের সম্পাদকবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।