জিয়াউল জিয়া ॥
রাঙামাটিতে দিনে ও রাতে আলাদা দুটি মোটরসাইকেল চোরচক্রকে চট্টগ্রাম, নোয়াখালী, হাতিয়া, আমিরাবাদসহ বিভিন্ন স্থান থেকে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। রবিবার কোতয়ালী থানা পুলিশ জানায়, মোটরসাইকেল চুরি ঘটনায় মো. ওমর ফারুক ওরফে তারেককে গ্রেফতারের পর পুরো চক্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই সময় চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাউজানের মো. ওমর ফারুক ওরফে তারেক, বি.বাড়িয়ার আমির হোসেন, রাঙামাটির রীতিময় চাকমা, হাতিয়ার মো. জুয়েল উদ্দিন ও চট্টগ্রামের মো. এরশাদ, মো. শহিদুল ইসলাম, মো, শাহেদ হোসেন ও মো. কালু।
রাঙামাটি কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছি রাঙামাটিতে মোটর সাইকেল চুরি হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে বেশ কয়েকটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হই। অভিযানে চোর চক্রের সদস্যাদেরও আটক করি। তারই ধারাবাহিকতায় আমরা দেশের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাইকৃত চারটি মোটর সাইকেলসহ আট চোরকে গ্রেপ্তার করি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, মো. শহীদ ও সাহেদ রাঙামাটি কোতয়ালী থানায় ইতোপূর্বে চুরির ঘটানায় পাঁচটি মামলা রয়েছে। তাদের গ্রেফতার করি। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রকে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি আরো জানান, রাঙামাটিতে দিনে ও রাতে আলাদা মোটরসাইলে চোর চক্র রয়েছে। রাঙামাটির ছেলে রীতিময় দুটি গ্রুপকে সহায়তা করে। গ্রুপগুলো শুক্রবার পাহাড়িকাসহ বিভিন্ন গাড়িতে রাঙামাটি আসে। পরে রীতিময়সহ সকলে বিভিন্ন এলাকাগুলো মোটরসাইলেকগুলো রেকি করে শনিবার চুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান, আমরা এ চোর চক্রকে পুরোদমে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
রাঙামাটি কর্মরত উন্নয়ন কর্মী এনামুল হক শান্ত জানান, গত ২৬ মার্চ শহরের হ্যাপির মোড় এলাকায় মোটরসাইকেল সড়কের পাশে রেখে ধোয়া কাপড়গুলো লড্রীতে দিয়ে ৩-৪ মিনিট পর ফিরে দেখি আমার মোটরসাইকেলটি নাই। পরে থানায় এসে অভিযোগ দিয়ে যায়। তিনি আরও জানান, আমাকে অনেকে বলেছিলো এই গাড়ি আর পাওয়া যাবে না। তাদের কথায় আশা ছেড়ে দিই। পরে গতকাল(শনিবার) রাতে থানা থেকে ফোন করে বিষয়টি শোনার পর অনেকটা অবাক হই। এতো দ্রুত উদ্ধার করা হলো আমার মোটরসাইকেল। আমি রাঙামাটি পুলিশকে ধন্যবাদ জানাই।
আবু বক্কর ছিদ্দিক জানান, আমি খুব শখ পরে মোটরসাইকেল কিনি প্রায় সাত মাস আগে। গত ৪৫ দিন আগে বাসার সামনে থেকে রাতে আমার শখের গাড়িটি চুরি হয়। কোতয়ালি পুলিশকে ধন্যাদ জানাই। তারা দ্রুততম সময়ের মধ্যে আমার মোটরসাইলেটি উদ্ধার করে দেয়।