মো: ইসমাইল,পানছড়ি
পবিত্র ঈদ উল- ফিতর উপলক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)। পানছডি উপজেলা কমিটির পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর জেলা কমিটির সভাপতি আলোকময় চাকমা, পানছড়ি উপজেলার সাধারণ সম্পাদক দিপন আলো চাকমা,ইউনিট পরিচালক প্রদীপ চাকমা সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।