জিয়াউল জিয়া
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ন্যায্য ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শনিবার রাত থেকে ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে রাঙামাটির ইন্টার্ন চিকিৎসক পরিষদ। রবিবার সকাল থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে কর্মসূচি পালন করেন।
এসময় রাঙামাটি ইন্টার্নদের চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. ইরফান বিন কায়েস, সাধারণ সম্পাদক ডা. মো. ইসমাইলসহ ৫৪ জন ইন্টার্নদের চিকিৎসক কর্মবিরতিতে অংশ নেন।
আন্দোলনকারীরা জানায়, গত বছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন। ওই সময়ের স্বাস্থ্যমন্ত্রী বেতন-ভাতা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছিলেন। পরে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়নি।
আন্দোলনকারীরা আও জানান, বকেয়াসহ ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি, ট্রেইনি ডাক্তাদের সকল বকেয়া ভাতা প্রদান, ১২টি ইন্সটিটিউটের নন রেসিডেন্ট ডাক্তারদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও চিকিৎসকদের সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানানো হয়।
তারা আরও বলেন, অনেক পরিশ্রম করলেও সেই তুলনায় তাদের বেতন-ভাতা অনেক কম। তাদের দাবি, বেতন-ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকা করা হোক। যদি ৪৮ ঘন্টার মধ্যে দাবিগুলো মেনে নেয়া না হয় তাহলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণাও দেন তারা।
এদিকে রোগী ও তাদের স্বজনরা বলেন, ইন্টার্ন চিকিৎসকরা রোজার মধ্যে টানা দুই দিন কর্মবিরতির কারণে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে রাঙামাটিতেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি চলছে। মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা আমাদের হাসপাতালে কাজ করার পর কাজের গতি ও সেবার মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তবে এভাবে হঠাৎ কাজ বন্ধ করে দেয়ায় কিছুটি সেবার ব্যাঘাত হলেও আমাদের পর্যাপ্ত চিকিৎসক আছেন। আশা করি চিকিৎসা সেবায় কোন সমস্যা হবে না।