নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় ইফতার মাহফিলে বাঁধা দিলে আগামী ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছে জেলা বিএনপি।
শুক্রবার(০৭ এপ্রিল) সকালে কলাবাগানস্থ বৈঠকে জেলা বিএনপি‘র সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভুইয়া।
শনিবার খাগড়াছড়িতে চট্টগ্রাম ও কুমিল্লার বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল হওয়ার কখা রয়েছে। তাতে বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া অভিযোগ করেন, ইফতার মাহফিল কর্মসূচির অনুমতি নিয়ে প্রশাসন তালবাহানা করেছে। কর্মসুচি বানচাল করতে গত রাতে পুলিশ নেতাকর্মীদের বাড়িঘরে হানা দিয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি নেতা প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউছুপ চৌধুরী, এমএন আবছারসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।