শুভ্র মিশু
ঈদুল ফিতর উপলক্ষে রিজার্ভমূখে আয়োজিত এক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে এই ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গত প্রায় ২৫ বছর ধরে রিজার্ভ মূখ তিন রাস্তার মোড় খ্যাত রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সমূখ মোড়ে ঈদুল ফিতর উপলক্ষে রিজার্ভমূখের ঐতিয্যবাহী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে এলাকার তরুণেরা। যারই ধারাবাহিকতায় এই বছরও ঈদুল ফিতর উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে এলাকার তরুণেরা বিভিন্ন দেশের নামে ৫টি দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেন। পরে টিকে থাকা ভারত ও পাকিস্তান দল দুইটির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান দলটি বিজয়ী হয় ও ভারত দলটি রানারআপ হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কৃষি বিষয়ক সম্পাদক সুব্রত দে, সাবেক ছাত্রলীগ নেতা মিল্টন বড়ুয়া, সেতু দেব, বমি দে, মো. সাইদুল। অনুষ্ঠান সঞ্চালনা করে জুয়েল চৌধুরী টুকু, মো.ফাহিম।
টুনার্মেন্ট পরিচালনা কমিটির সদস্য মো: আল- আমিন, মো: ইকবাল জানান, প্রায় ২৫বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই টুর্নামেন্ট , ঈদুল ফিতর উপলক্ষে। আশা করছি আগামীতেও এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।