মো:ইসমাইল, পানছড়ি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরীবদের ঈদের উপহার হিসেবে ৪০০ শাড়ি ও লুঙ্গি উপহার দিয়েছে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় সদর ইউপি মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আহির উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান কবির সাজু, উপজেলা যুবলীগের সভাপতি আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে লালিত। প্রধানমন্ত্রী অসহায়দের পাশে থাকার জন্য বলেছেন। ঈদের বিশেষ একটা দিনে দুঃস্থদের মুখে হাসি ফোটানোর জন্য কিছুটা হলেও আমরা চেষ্ঠা করছি। ঈদের দিন সবাই নতুন পোশাক পরলেও অনেকেই এই সুযোগ থেকে অনেক সময় বঞ্চিত হয়। ঈদ মানে আনন্দ আর খুশি। আর সেই খুশির জন্য পানছড়ি উপজেলা আওয়ামীলীগের পক্ষে তাঁদের মাঝে এই উপহার তুলে দিতে পেরে আমি আনন্দিত।