কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি সদর হতে উদ্ধারকৃত ছয়টি বনমোরগ কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে বনবিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে বন মোরগগুলো অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ অফিসার জানান, রাঙামাটি শহরের তবলছড়ি ব্রিজ থেকে বন মোরগগুলো উদ্ধার করা হয়। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় উদ্ধারকৃত বন মোরগ কাপ্তাই জাতীয় উদ্যানে ছাড়া হয়। বন্যপ্রাণী সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি বনবিভাগের বিশেষ টহলদল নেতা মো. সফিকুল ইসলাম, সদর রেঞ্জ অফিসার মো. কামরুল ইসলাম, জুম নিয়ন্ত্রণ বিভাগের আবু নাইম, মো. শহিদুল আলমসহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।