নিজস্ব প্রতিবেদক, লংগদু
রাঙামাটির লংগদুতে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জে অবৈধভাবে দখল হওয়া ২০ হেক্টর জমি উদ্ধার করেছে বনবিভাগ। সম্প্রতি সেসব উদ্ধার করা জমিতে বনায়ন করেছে বন বিভাগ। শনিবার সরেজমিনে গিয়ে বনায়ন কর্মসূচি পরিদর্শন করেন উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র ও পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজিব কুমার মজুমদার।
সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, সংরক্ষিত বন থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা একটা বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সময় প্রভাবশালীরা সংরক্ষিত বন দখল করে নানা অবৈধ কর্মকান্ড পরিচালনা করে। সংরক্ষিত বন থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বনের প্রকৃত পরিবেশ ফিরিয়ে দেয়াই আমাদের লক্ষ্য।
বন বিভাগ সূত্রে জানা যায়, উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জের ৩৮৮নং রাঙ্গীপাড়া মৌজায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালী ভ‚মিদস্যুদের দখলে ছিল ২০ হেক্টর জমি। গত ৯ মে আদালতের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বন বিভাগ। উচ্ছেদের পর থেকেই সংরক্ষিত এই বনে বৃক্ষরোপণ শুরু করা হয়।
এ বিষয়ে পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজিব কুমার মজুমদার বলেন, সম্প্রতি উদ্ধার করা সংরক্ষিত এই বনে বৃক্ষরোপণ শুরু করেছি আমরা। ২০ হেক্টর জমিতে প্রায় দশ হাজার ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হচ্ছে। এসব বৃক্ষের মধ্যে রয়েছে আমলকি, তেঁতুল, জাম, জলপাই, অর্জুন, লোহা কাঠ, গর্জন ও চিকরাশি।