নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় দাবা উপ-কমিটির উদ্যোগে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা দাবা লীগ-২০২৩ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে উদ্বোধন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খান। কিন্তু তিনি অফিসিয়াল ব্যস্ততায় তিনি উপস্থিত হতে পারেন নি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি পৌর মেয়র জনাব,আকবর হোসেন চৌধুরী,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম,মো: মনিরুল ইসলাম,সাইফুল আলম রাশেদসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
দাবালীগে মোট ৮ টি ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহন করে। ৮ টি দল সম্পূর্ণ লীগ পদ্ধতিতে খেলে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন,প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ নির্ধারিত হবে।
প্রথমদিনের ৩ রাউন্ড শেষে রাঙামাটি ছদক ক্লাব ১ম স্থান,আর্যদেব লয়্যাল ক্লাব ২য় স্থান ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি ৩য় স্থানে রয়েছে। আগামীকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার বাকী ৪ রাউন্ড শেষে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।