এম এন লারমা স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মে রবিবার বেলা রাঙ্গাপানি মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাই থোয়াই প্রু মারমা,সদস্য,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজীব কুমার দেওয়ান,সভাপতি, রাঙ্গাপানি মিলন বিহার, সোনাধন চাকমা,অধ্যক্ষ, মোনঘর প্রি-ক্যাডেট স্কুল। গঙ্গা মানিক চাকমা,সভাপতি,জে,এস,এস রাঙামাটি জেলা শাখা, নগেন্দ্র চাকমা, সাধারন সম্পাদক, জে,এস,এস জেলা শাখা,শ্রী বিনন্দ চাকমা, পলাশ কুসুম চাকমা,সাবেক ভাইস-চেয়ারম্যান,রাঙামাটি সদর উপজেলাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সুরেশ চাকমা, আহবায়ক,এম,এন,লারমা স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট -২০২৩। সঞ্চালনা করেন শ্রী ঋদ্ধি চাকমা।
অনুষ্ঠান শুরুতে এম,এন,লারমার স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে এম,এন,লারমার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন রণি চাকমা।স্বাগত বক্তব্য প্রদান করেন নিশান্ত চাকমা।
উদ্বোধক ও প্রধান অতিথি চাই থোয়াই প্রু মারমার বক্তব্যর মধ্যে দিয়ে টুর্ণামেন্ট -২০২৩ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী খেলায় টিম জুম্ম ফাইটার্সকে ১১৪ রানে পরাজিত করে রাঙ্গাপানি রয়েলস জয়ী হয়।টুর্নামেন্টে মোট ২১টি দল অংশগ্রহন করছে।