পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বোর্ডের চেয়ারম্যান জনাব সুপ্রদীপ চাকমা।
মঙ্গলবার ২২ সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যোগদানের পর প্রথমবারের মতো তিনি ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বোর্ডের চেয়ারম্যানকে স্বাগত জানানো হয়। এসময় তিনি বিভিন্ন শ্রেণী কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
চেয়ারম্যান বিদ্যালয়ের মান সম্মত শিক্ষা সুনিশ্চিত করতে হবে দায়িত্বশীল শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠ করার বিষয়ে শিক্ষকদের দিক নির্দেশনা প্রদান করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্তৃক পরিচালিত ৪টি বিদ্যালয়গুলোকে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করা হবে মর্মে প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন যে, মান সম্মত শিক্ষার অভাবে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। এরফলে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে শিক্ষকদের শ্রেণী কক্ষে পাঠদানের সময় আরেকটু আন্তরিক হতে হবে।
এছাড়া তিনি সোমবার রাজস্থলী আবাসিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত ও শপথ পাঠ অনুষ্ঠানে মিলিত হন। ৩য় শ্রেণী শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করেন। এসময় আবাসিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শেষে বিভিন্ন ছাত্রাবাস, শ্রেণী কক্ষ এবং ডাইনিং হল পরিদর্শন করেন।
এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বিন ইয়াছির আরাফাত, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সমন্বয় কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, প্রধান শিক্ষক মোঃ মহিন উদ্দিনসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো, তুলা চাষ এবং কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্রহ্রাসকরণ প্রকল্প পরিদর্শন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
উন্নয়ন বোর্ডের ৪ আবাসিক বিদ্যালয়ে হবে মাল্টিমিডিয়া ক্লাস রুম
বান্দরবান
2 Mins Read
Previous Articleকাপ্তাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাজার মনিটরিং
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.