ডেস্ক রিপোর্ট ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার কর্মস্থলে যোগদান, পরিচিতি ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাকে কর্মকর্তা/কর্মচারীদের পক্ষ থেকে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান এর সাথে বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের রাঙামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরু হওয়ার পূর্বে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা’র সঞ্চালনায় কর্মকর্তা/কর্মচারীদের সাথে পরিচিতি পর্ব শেষে বোর্ডের সার্বিক কর্মকান্ড নিয়ে উপপরিচালক মংছেনলাইন রাখাইন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক বিষয়াবলীর ওপর প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেন। এসময় বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন স্কিম/প্রকল্পসমূহের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কর্মকান্ডের অগ্রগতি সম্বন্ধে ভাইস-চেয়ারম্যান অবহিত করেন।
মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা তাঁর বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁকে নিয়োগ করায় সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর দীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীদের সহযোগিতায় উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে এবং পার্বত্যবাসীর কল্যাণে বোর্ডের উন্নয়নমূলক কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের আশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা রাঙামাটিতে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে কমিশন প্রাপ্ত হন। মেজর জেনারেল পদে থাকাকালীন ২০০৯-২০১৪ খ্রি. পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে মায়ানমারে দায়িত্বও পালন করেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা (যুগ্মসচিব), সদস্য-অর্থ মো. জসীম উদ্দিন (উপসচিব), সদস্য-বাস্তবায়ন জাহিদ ইকবাল (উপসচিব), সদস্য সচবি ও সদস্য প্রশাসন সুজন চৌধুরী (উপসচিব)সহ উপপরিচালক মংছেনলাইন রাখাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যাণময় চাকমা, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা (চ:দা:), রাঙামাটি, সদ্য সমাপ্তকৃত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক (পরিকল্পনা) মো. এয়াছিনুল হক, কাইংওয়াই ম্রো গবেষণা কর্মকর্তা, মো. নুরুজ্জামান বাজেট ও অডিট অফিসার, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) মনতোষ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল এবং বোর্ডের ইউনিট কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।