খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বর্তমান সরকারের উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌছে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সরকার পিছিয়ে পড়া জনগনের কল্যানে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সরকারের উন্নয়নের সুফল ভোগ করার আহবান জানান।
তিনি গতকাল বুধবার বিকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক‘র সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জাহেদুল আলম, আওয়ামীলীগ নেতা রণবিক্রম ত্রিপুরা। অন্যন্যের মধ্যে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংসুইপ্রু অপু, সাধারন সম্পাদক মিা: দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলের সভাপতি মো: শামছুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ বিশালাকৃতির পিতলের তৈরী নৌকা উপহার দেন।
এর আগে বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, উন্নয়ন কাজে কোন ধরনের শিথীলতা ও দুর্নীতি সহ্য করা হবেনা। তিনি সরকারী কর্মকর্তাদের রাজনীতির উর্ধ্বে থেকে সরকারী দায়িত্ব পালনের আহবান জানান।
মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম তাজু‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বকাউল।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিসেস হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো: দেলোয়ার হোসেন, তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিটোল মনি চাকমা ও মাটিরাঙ্গা কলেজের অধ্যক্ষ মো: আবুল হোসেন প্রমুখ।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী মাটিরাঙ্গায় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ধন্যবাদ জানিয়ে তাকে জেলার উন্নয়নের কর্ণধার দাবী করে মাটিরাঙ্গা পৌরসভার উন্নয়নে তার সহযোগীতা কামনা করেন। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো: দেলোয়ার হোসেন দল-মত নির্বিশেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদকে কার্যকর করতে সাংসদের প্রতি আহবান জানান।
এর আগে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ৫০ লক্ষ টাকা ব্যয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দশ নম্বর এলাকায় কুলপাড়া ১নং ও ২নং ব্রীজ, ৫০ লক্ষ টাকা ব্যায়ে মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা কল্যান সংসদ ভবনের উদ্বোধন ও স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৮৯ লক্ষ টাকা ব্যায়ে বাস্তবায়িত মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সাংসদ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৫০জন ভাতা ভোগীর মাঝে মাতুত্বকালীন ভাতার চেক বিতরণ করেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ৫০ লক্ষ টাকা ব্যয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দশ নম্বর এলাকায় কুলপাড়া ১নং ও ২নং ব্রীজ, ৫০ লক্ষ টাকা ব্যয়ে মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা কল্যান সংসদ ভবনের উদ্বোধন ও স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৮৯ লক্ষ টাকা ব্যায়ে বাস্তবায়িত মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সাংসদ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৫০জন ভাতা ভোগীর মাঝে মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ করেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।