২০১৫-২০১৬ অর্থ বছরের মে’১৬ পর্যন্ত তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজে সন্তুষ্টি প্রকাশ করে বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পার্বত্য সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।
সোমবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৫-১৬ অর্থ বছরের ৪র্থ পরিচালনা বোর্ড সভায় তিনি এই সন্তোষ জানান। পরিচালনা বোর্ড সভায় সভাপতিত্ব করেন বোর্ডের মাননীয় চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
সভার সভাপতি ও চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা শুরুতেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ঈযরঃঃধমড়হম ঐরষষ ঞৎধপঃং : খড়হম ডধষশ ঃড় চবধপব ধহফ উবাবষড়ঢ়সবহঃ বইটি গত ৮ মে ২০১৬ খ্রি: তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঢাকাস্থ বেইলী রোডে পার্বত্য কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এই বইটি মোড়কও উদ্বোধন করেছেন বলে পরিচালনা বোর্ড সভার সদস্যগণকে অবহিত করেন।
সভায় চেয়ারম্যান, ২০১৬-১৭ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন স্কিম/প্রকল্প গ্রহণের কাজ আগামী ১৫ জুলাই, ২০১৬ খ্রি: তারিখের মধ্যে সম্পন্ন করতে উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত চারটি আবাসিক বিদ্যালয় এর সামগ্রিক অবস্থা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন করা হয়। এর প্রেক্ষিতে তিনি চারটি আবাসিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ দেন। চারটি আবাসিক বিদ্যালয়ে প্রতিটি শিক্ষাক্রমে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করার জন্য সন্তুষ্টও প্রকাশ করেন।
সভাপতি মহোদয় রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি কর্তৃক পরিচালিত রাবার উৎপাদনের ক্ষেত্রে ক্রমধারাবাহিকতা যেন বজায় থাকে সে লক্ষ্যে কমিটির জেনারেল ম্যানেজার (ভা:) পুষ্প বিকাশ চাকমাকে অবহিত করেন। জেনারেল ম্যানেজার আগামী ২০১৬-১৭ অর্থ বছরের ১০০০ টন রাবার কষ উৎপাদন করার সম্ভব হবে বলেও সভায় অবহিত করেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম বোর্ডের মাননীয় ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), বোর্ডের সদস্য-অর্থ জনাব শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের (যুগ্ম-সচিব) এবিএম নাসিরুল আলম, সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়–য়া, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তানভীর আজম ছিদ্দিকী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াই হ্লামং মারমা, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প বিকাশ চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মংছেনলাইন রাখাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।