জিয়াউল জিয়া
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটিতে দ্বিতীয় দিনে জেলার ছয়টি উপজেলায় ভোটের জন্য ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের হিসাব শাখা হতে এই নির্বাচনী সামগ্রী দেয়া হয়।
উপজেলারগুলোর মধ্যে রাঙামাটি সদর, কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, নানিয়ারচর, লংগদু উপজেলা। এর আগে গতকাল দুর্গম উপজেলা বিবেচনায় বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
স্ব স্ব উপজেলার নির্বাচন অফিসারগণ এই ব্যালট বুঝে নিয়ে পুলিশি পাহাড়ায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে নির্বাচনী সামগ্রী নিয়ে যায়।
রাঙামাটি ২৯৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩১৭জন। মোট কেন্দ্র রয়েছে ২১৩টি। এর মধ্যে হেলিসর্টি কেন্দ্র রয়েছে ১৮টি।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম আজ (বুধবার) জেলার হিসাব শাখা হতে সংগ্রহ করেছি।