জয়নাল আবেদীন, কাউখালী
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রথম ধাপে রাঙামাটির কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাঙামাটি সদর এই চারটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালায় বেশ কিছু ক্ষেত্রে সংশোধন এনেছে নির্বাচন কমিশন।
এবার রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সরাসরি মনোয়নপত্র সংগ্রহ করে দাখিল করার সুযোগ থাকছে না। নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েব সাইটে প্রবেশ করে অনলাইনে মনোনয়ন দাখিল করতে হবে। এসংক্রান্ত নীতিমালাও প্রকাশ করা হয়েছে। সংশোধনী আনা হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণায়ও। প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে করা যাবে প্রচার প্রচারণা। সেক্ষেত্রে মানতে হবে নির্বাচনী আচরণ বিধিমালা। নির্দিষ্ট মাপে করা যাবে রঙ্গিন পোস্টার ও ব্যানার। তবে পোস্টার করা যাবে না লেমেনেটিং, লাগানো যাবে না আলাদা পলিথিনের কাভার। বানানো যাবে না পিভিসি (প্লাস্টিকের) ব্যানার। ব্যানার বানাতে হতে কাপড় ব্যবহার করে।
পরিবর্তন আনা হয়েছে প্রার্থীদের জামানত ও জামানত বাজেয়াপ্তের নিয়মেও। এবার চেয়ারম্যান পদে জামানত নির্ধারণ করা হয়েছে একলক্ষ টাকা, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর ক্ষেত্রে পঁচাত্তর হাজার টাকা। কাস্টিং ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে বাজেয়াপ্ত হবে জমাকৃত জামানত। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে লাগছে না ১ শতাংশ ভোটারের স্বাক্ষর।
শনিবার সকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন, সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার ও অফিস স্টাফদের নিয়ে এক ব্রিফি এ তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার, মো. ইউনুচ আলী, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার, বরকল উপজেলা নির্বাচন অফিসার, মো. সাদমান জামান খান, বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার বিল্লাল মেহেদী, কাউখালী উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী।