বিপ্লব ইসলাম, লংগদু ॥
দুর্গম পাহাড়ি এলাকায় ফোটে উলুফুল। ভিন্নধর্মী এ ফুল ঘরে সাজিয়ে রাখা হয় না, খোঁপাতেও এর হয় না ঠাঁই। সাধারণত এই উলুফুল দিয়ে বানানো হয় ঝাড়ু। সেই ঝাড়ু বাজারে বিক্রি করেন স্থানীয়রা। মাঘ হতে শুরু থেকে রাঙামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারিংছড়ি সহ বেশ কিছু এলাকার সড়কের যেদিকে চোখ যায়, শুধু ঝাড়ুফুলের সমারোহ। ফুল থাকে চৈত্র পর্যন্ত।
গুলশাখালী ইউনিয়নের তেমাথা এলাকায় ও পাহাড়ের পরতে পরতে রয়েছে এই সকল উলুফুলের সমারোহ, উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় দেখা যায় মনোমুগ্ধকর এই সকল উলুফুলের বিশাল বাগান। পাহাড়ে প্রাকৃতিকভাবে ফোটা এ ফুলের ১০ থেকে ১৫টি দিয়ে আঁটি বেঁধে ঝাড়ু বানানো হয়। সেই ঝাড়ু স্থানীয় বাজারে বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়। শুধু স্থানীয় বাজারে নয়, সারা দেশে রয়েছে এ ঝাড়ুর চাহিদা। তাই অনেকে বাড়তি আয়ের উপায় হিসেবে নেন ঝাড়ু বানানোকে।
ঝাড়ুফুল বাগিচার মালিক গুলশাখালী এলাকার হারাধন চাকমা জানান, গত বছর ঝাড়ু বিক্রি করে প্রায় ৩৫ হাজার টাকা পেয়েছেন। তার আশা, এ বছর ঝাড়ু থেকে আয় হবে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। হারাধন চাকমার ইচ্ছা বাণিজ্যিকভাবে ঝাড়ফুলের বাগান করার।
ঝাড়ু ফুলের চাষী নিপন চাকমা বলেন, এটা পাহাড়ের প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠে ফলে এর জন্য অন্যান্য চাষাবাদের মতো ঝামেলা পোহাতে হয় না এবং মুনাফাও ভালো পাওয়া যায়।
ঝাড়ু ফুলের বাগান অতুল চাকমা বলেন, এই ঝাড়ু ফুলের বাগানটি দেখতে বেশ সুন্দর হয় শুধু মাত্র গরু আর আগুন ছাড়া এই বাগানের ক্ষতি অন্য পোকামাকড় করতে পারে না। যার কারণে বিষ কিংবা সার প্রয়োগের প্রয়োজন হয় না, করতে হয় না অন্যান্য ফসল ফলানোর মত রক্ষণাবেক্ষণ।
অন্য এক ঝাড়ু ফুলের বাগান মালিক জুনায়েদ বলেন, ঝাড়ু ফুল উঁচু টিলায় হয়, সাধারণত সেসব পাহাড়ে অন্যান্য পাহাড়ি গাছ ছাড়া চাষাবাদ করা সমস্যা, ফলে এটি মাটি পাহাড় কোনটিই নষ্ট করতে পারে না এবং অতি দ্রুত সময়ে ভালো একটি মুনাফা দেয়। প্রতি বছর রোপণ করার ঝামেলাও নেই, কেটে নেওয়া ঝাড়ু কিংবা উলু ফুলের গোড়া হতে সে নিজেই প্রতি বছর বেড়ে উঠে। কাজেই এ বছর ভালো মুনাফা পেলে আগামী বছর ব্যাপক ভাবে সম্পূর্ণ টিলায় এর গোড়া ছড়িয়ে দিবো।
এ বিষয়ে উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন,উলু ফুল বেশ লাভজনক একটি ফুল এবং এই ফুলের চাষাবাদের মাধ্যমে মাটির উর্বরতা রক্ষা করে ও মাটি ধসের হাত থেকে পাহাড় রক্ষা করে। এসব অঞ্চলে উলু ফুলের তুলনায় তামাক চাষ বেশি হয়, তবে সকলের উচিৎ তামাক চাষ থেকে বাহির হয়ে উলু ফুলসহ অন্যান্য লাভজনক চাষাবাদের প্রতি আগ্রহী হওয়ার।