‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু, নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই,এই আমাদের অঙ্গীকার”- শ্লোগানকে সামনে রেখে মহালছড়িতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি সোমবার সকাল ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শেখ ফরিদ আহাম্মেদ, মহালছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: মৃদুল কান্তি ত্রিপুরা।
আলোচনায় বক্তারা বলেন, এইচআইভি-এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্তমান সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এইচআইভি ও এইডস বিষয়ক সচেতনতা, সঠিক ধারণা ও জ্ঞান দান করতে সকলকে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।