নিজস্ব প্রতিবেদক ॥
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে প্রশাসনের একদিনের নিরুৎসাহের পর বৃহস্পতিবার থেকে পুনরায় পর্যটকরা সাজেক ভ্রমণ শুরু করেছেন। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকাল ১১টায় বাঘাইহাট ক্যাম্প থেকে প্রায় ১০০ গাড়িতে হাজারো পর্যটক সাজেকের উদ্দেশে রওয়ানা দিয়েছে।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেকের পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। কোথাও কোনও ধরনের সমস্যা নেই। পর্যটকরা নিরাপদে সাজেকে আসতে পারছেন। প্রায় ১০০ গাড়িতে হাজারো পর্যটক সাজেকের উদ্দেশে রওয়ানা দিয়েছে। সেনাবাহিনী নিরাপত্তা আরো বাড়িয়েছে।
রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বাঘাইছড়ি সার্কেল অফিসার মাহমুদুল হাসান জানান, সাজেকের সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। মাচালং ও এর আশপাশে যেসব ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেখানে পুলিশের তল্লাশি ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। কয়েকদিন এই অভিযান পরিচালনা করা হবে। সাজেকের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও শান্ত রয়েছে। পর্যটকদের সাজেক ভ্রমণে কোনও সমস্যা নেই।
এর আগে সাজেক ও তার পাশর্^বর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গতকাল বুধবার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।