জিয়াউল জিয়া
রাঙামাটি সদর উপজেলা পরিষদের স¤প্রসারিত প্রশাসনিক ও হলরুম ভবন উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা কমপপ্লেক্স এলাকায় ভবনটির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহামদ শফিসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলো। উপজেলা পরিষদের স¤প্রাসারিত প্রশাসনিক ও হলরুম ভবন উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রæতি অনুযায়ী দেশ তথা পার্বত্যাঞ্চলে উন্নয়ন করে চলেছে। আওয়ামীলীগ সরকার দেশের মধ্যে সকল ধরনের ভাতা চালু করেছে। উন্নয়নের মডেল অনুযায়ী দেশ অনেকদূর এগিয়ে চলছে। আমাদের এ দেশকে সোনার বাংলা হিসাবে দেখতে চাইলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, স্মার্ট সেবাই হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় প্রশাসনিক ও উপজেলা পরিষদ স¤প্রসারণ ভবন নির্মাণ করে দেশের মানুষের কল্যাণে যে নিদর্শন রেখে যাচ্ছে, তাতে নতুন ভবন নির্মাণের ফলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবাপ্রার্থীরা এক ছাদের নিচে সকল সেবা গ্রহণ করতে পারবে। এতে সময় সাশ্রয় ও সুবিধা পাবে সাধারণ জনগণ।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন উপজেলা কমপ্লেক্স স¤প্রসারণ প্রকল্পটি ৬ কোটি ২০ লক্ষ টাকা ব্যায় হয়।
আলোচনা সভা শেষে সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে বসবাসরত ৫৭শিক্ষার্থী ও ৫৭টি অসহায় পরিবারের মাঝে ২হাজার টাকা করে সর্বমোট ২লক্ষ ২৮ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।