সাইফুল হাসান,মিশু মল্লিক
পাহাড়ের দুর্গম গ্রাম থেকে সাফ ফুটবলের মাঠ জয় করা রুপনা চাকমার জীবনের গল্প নিয়ে তৈরি নাটক “দুরন্ত রুপনা” মঞ্চস্থ হলো রাঙামাটিতে। রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির শিশু ও যুবনাট্য দলের পরিবেশনায় শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট অডিটোরিয়াম মঞ্চে নাটকটি পরিবেশন করা হয়। একঝাঁক শিশু-কিশোর নাট্যশিল্পী অংশ নেয় নাটকে।
“দুরন্ত রুপনা” নাটকের মাধ্যমে সম্ভাবনাময় ফুটবলার রুপনার জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে। তাঁর জন্ম থেকে বেড়ে উঠা, ফুটবলের সাথে তাঁর পরিচয়, সখ্যতা এবং তাঁর প্রশিক্ষণের ঘটনাগুলোকে নাটকের মাধ্যমে মঞ্চে তুলে এনেছেন নির্দেশক।
নাটকের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, বাংলাদেশ বেতার রাঙামাটির আঞ্চলিক পরিচালক মোঃ সেলিম, নানিয়ারচর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ সরোয়ার কামালসহ প্রমুখ। 

নাটকের রচনাকার ও নির্দেশক মোঃ সোহেল রানা বলেন, এই নাটকে মূলত একজন দুরন্ত চটপটে শিশুর কথা উল্লেখ হয়েছে। কতটা কষ্ট করে রুপনা উঠে এসেছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। রুপনার মতো হাজারো প্রতিভাবান পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যাতে সুযোগ এবং পৃষ্ঠপোষকতা পায় তার জন্যই আমরা রুপনাকে নাটকের মাধ্যমে তুলে ধরেছি। নাটকটি আশা করি সবার ভালো লাগবে।
নাটকের সার্বিক তত্ত্বাবধানে থাকা রাঙামাটি জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু ও যুব নাট্য উৎসবের জন্য সারাদেশ থেকেই নাটক চাওয়া হয়েছিল। তখন আমরা সিদ্ধান্ত নিই যে পাহাড়ের নক্ষত্র রুপনাকে নিয়ে আমরা একটা নাটক করতে পারি। নির্দেশকের অক্লান্ত পরিশ্রমে আমরা নাটকটা মঞ্চে আনতে পেরেছি। এই স্ক্রিপ্টটি আমরা ঢাকাও পাঠিয়েছি এবং নাটকটি ঢাকাতেও মঞ্চস্থ হবে। 

নাটক শেষে নাটক বিষয়ে রাঙামাটি কলেজের সহকারী অধ্যাপক জ্যোতিলাক্ষ চাকমা বলেন, আমরা চাই এভাবেই পাহাড়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলো সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে উঠে আসুক। এই নাটক রুপনার জন্য একটা ট্রিবিউট।
দর্শক বিজয় কর বলেন, মানুষ যে একটু সঠিক গাইড পেলে অনেকদূর এগিয়ে যেতে পারে সেটাই এই নাটকের মাধ্যমে উঠে এসেছে। আমরা নাটকটি দারুণভাবে উপভোগ করেছি। এমন নাটক আরো হোক এটাই চাই।
নাটক শেষে নাটকে অংশ নেয়া সকল শিল্পীদের হাতে অভিজ্ঞানপত্র তুলে দেন অতিথিরা।