কাপ্তাই প্রতিনিধি ॥
চট্টগ্রামের হাটহাজারী থেকে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভাড়া নিয়ে এসে নিখোঁজ হওয়া অটোরিকশা চালক মো. ফারুক (৪২) এর সন্ধান এখনো মেলেনি। গত বুধবার কাপ্তাই এসে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় একদিন পর বৃহস্পতিবার কাপ্তাই থানায় এসে স্বামীর নিখোঁজে সাধারণ ডায়েরি করেন স্ত্রী জেসমিন আক্তার। তবে গত বৃহস্পতিবার তার সিএনজি চালিত অটোরিকশাটি কাপ্তাইয়ের বালুচর এলাকা থেকে উদ্ধার করা হলেও চালক ফারুকের এখনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ অটোরিকশা চালক ফারুক হাটহাজারির ১৪নং শিকারপুর ইউনিয়নের কুয়াইশ রাজামিয়া সওদাগর বাড়ি এলাকার বাসিন্দা।
এবিষয়ে কথা হলে নিখোঁজ চালকের স্ত্রী জেসমিন আক্তার জানান, তাঁর স্বামী মো. ফারুকের সাথে সর্বশেষ ফোনে কথা হয় গত বুধবার রাতে। ওইসময় তিনি কাপ্তাই যাত্রী ভাড়া করে নিয়ে গেছেন বলে জানিয়ে ছিলেন। তবে এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। পরে গত বৃহস্পতিবার কাপ্তাই থানায় এসে নিখোঁজ জিডি করার পর তার সিএনজি অটোরিকশাটি পাওয়া গেলেও স্বামীর সন্ধান মেলেনি। এদিকে শুক্রবার কাপ্তাইয়ের বিভিন্ন জায়গায় স্বামীর সন্ধান করেছেন বলে স্ত্রী জেসমিন আক্তার জানান। কিন্তু এখনো সন্ধান না পাওয়ায় দিশেহারা অবস্থায় দিন পার করছেন তিনি। স্বামীকে দ্রুত ফিরে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, নিখোঁজের ঘটনার পর চালক মো. ফারুকের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে তার এখনো সন্ধান মেলেনি। বিভিন্ন জায়গায় নিখোঁজের সন্ধানে খোঁজ নেওয়া হচ্ছে।