রাঙামাটিতে এনজিও কার্যক্রম তত্ত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রকল্পের কর্মকর্তা অর্নব চাকমার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ¯েœহ কুমার চাকমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেনসহ জেলার স্থানীয় ও জাতীয় এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এনজিও কার্যক্রম পরিচালনার ফলে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও বেকার যুবক-যুবতীদের আতœকর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে। এ ধারা অব্যাহত থাকলে সমাজে যেমন পরিবর্তন আসবে তেমনি দেশও অনেক এগিয়ে যাবে। তিনি সরকারি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের পাশাপাশি সমন্বয়ের মাধ্যমে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজের সকল স্তরের সচেতন ও বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
সভায় স্থানীয় এনজিও নারী উন্নয়ন ফাউন্ডেশন, সিসিডিআর, টংগ্যা ও হিল ফ্লাওয়ার এর প্রতিনিধি প্রজেক্টরের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রমগুলো উপস্থাপন করেন। এছাড়া উপস্থিত এনজিও কর্মকর্তারা তাদের স্ব-স্ব প্রকল্পের কার্যক্রমগুলো তুলে ধরেন।