‘রাঙামাটি জেলা পরিষদের ৭ম শ্রেণী বৃত্তি পরীক্ষা নিয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ বছর জেলার প্রায় ২ হাজার ৪৮০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে’ বলে জানিয়েছে রাঙামাটি জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
তিনি মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় অংশ নিয়ে এ তথ্য জানান।
সভায় অংশ নিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, এ বছর রাঙ্গামাটিতে কলার বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে।
সিভিল সার্জনের প্রতিনিধি সভাকে জানায়, ম্যালেরিয়া প্রতিরোধে রাঙ্গামাটি জেলায় কিটনাশকযুক্ত মশারি রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে এবং এগুলো বিতরণের ফলে গত সেপ্টেম্বর মাসের তুলনায় ম্যালেরিয়া অনেকাংশে কমে এসেছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, অভিলাষ তংচঙ্গ্যা, নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
সভায় তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অপার সৌন্দর্যময় এই পার্বত্য এলাকার পর্যটনকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। এজন্য চাই সম্প্রীতি ও সবার আন্তরিকতা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।