রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে প্রতিবছরই যে ব্যয় করা হয় তার সিংহভাগ অংশ জুড়েই থাকে ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ। এবারো বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখা হয়েছে ধর্ম খাতে। প্রতিবছরই জেলা পরিষদের বাজেটে এ খাতেই বেশি খরচ করে। এবছর এই খাতে বরাদ্দ রাখা হয়েছে আট কোটি ১৮ লক্ষ টাকা। যা মোট বাজেটের ১৬ শতাংশ। গত বছর এই খাতে বরাদ্দ রাখা হয়েছিলো আট কোটি ৪৩ লক্ষ টাকা। বছর শেষে এই খাতে খরচ হয়েছে প্রায় ৮ কোটি ১৭ লক্ষ টাকা।
বাজেট বক্তৃতায় সবগুলো খাত নিয়ে বক্তব্য থাকলেও দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কৃত এ খাত নিয়ে শুধুমাত্র বিবিধ’তে গিয়ে চেয়ারম্যান বলেন, ধর্মান্ধতা, জঙ্গিবাদ, সামাজিক অবক্ষয় ও অনাচারের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিক বিচেচনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, সংস্কার, রক্ষণাবেক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ধর্ম খাতে এতো বেশি বরাদ্দ রাখায় বাজেট বক্তৃতায় সাংবাদিকরা এর সমালোচনা করেন।