বিশেষ প্রতিবেদক, বান্দরবান
সংঘাত নিরসনে বান্দরবানে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শীর্ষ নেতাদের সাথে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা কমিটি মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরের দিকে জেলার রুমা উপজেলা সদরের মুনলাইপাড়া এলাকায় প্রথমবারের মত মুখোমুখি এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ বৈঠকে কেএনএফ’র সংগঠনের প্রধান নাথান বমের উপদেষ্টা এংলিয়ান বমের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে শান্তি কমিটির আহবায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যদের মধ্যে মুখ্যপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, শাহ আলম’সহ নিরাপত্তা বাহিনীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সংলাপে অংশ নেয়া শান্তি কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা জানান, দীর্ঘ প্রতিক্ষার পর কেএনএফ’র সাথে মুখোমুখি সংলাপ হয়েছে শান্তি কমিটির নেতৃবৃন্দের। ফলপ্রসূ আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। আগামী ডিসেম্বরে দ্বিতীয় দফায় মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হবে কেএনএফ ও শান্তি কমিটির মধ্যে। গত মাসের ৫ অক্টোবর প্রথম মুখোমুখি সংলাপ হবার কথাছিলো, তবে কিছু জটিলতার কারণে সম্ভব হয়নি। সংঘাত নিরসনে পাহাড়ে শান্তি ফেরাতে দুপক্ষের মধ্যে অনুষ্ঠিত মুখোমুখি সংলাপ কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে মুখোমুখি সংলাপের পর শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, মোটামুটি দুই পক্ষ সুন্দর আর আন্তরিকভাবে আলোচনা করতে পেরেছি। সংলাপের মাধ্যমে দুই পক্ষের সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে পরবর্তী মুখোমুখি সংলাপ হবে। দুই পক্ষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সংলাপ শেষ হয়েছে। আগামীতে এখানকার পরিস্থিতি আরো উন্নত হবে। সংলাপে দুই পক্ষ একমত হয়েছে, এটাকে স্থির রাখার জন্য।
এদিকে মুখোমুখি সংলাপকে ঘিরে রুমায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থা সদস্যরা এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।