নিজস্ব প্রতিবেদক ॥
ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব ১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের ‘বি’ গ্রুপে চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে রবিবার রাঙামাটি জেলা দ্বিতীয় ম্যাচে ফেনী জেলা দলের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে।
সকালে টসে জিতে রাঙামাটি জেলা দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে রাঙামাটি জেলা দল ২৫.৫ ওভারে ৭৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। ফেনীর মেহেরুল পাঁচটি ও আশরাফুল তিনটি উইকেট নিয়ে রাঙামাটিকে মূলত ধসিয়ে দেন।
মধ্যাহ্ন বিরতির পর ফেনী জেলা দল ৭৬ রানের সহজ লক্ষে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে আট উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে রাঙামাটি নিজেদের প্রথম ম্যাচে কক্সবাজার জেলার কাছে ১২৫ রানে পরাজিত হয়েছিলো। রাঙামাটির পরবর্তী ম্যাচ বান্দরবান জেলা দলের সাথে।