এবার রাজধানীর বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটে সেখানে আগুন লাগে। তবে ৪০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার।