মো. ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে এমএ আজিজ কোচিং সেন্টারের প্রতিষ্ঠার ৪বছর উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ইংরেজি শিক্ষক শহিদুল ইসলাম শিমুর বিদায়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউপি’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কোচিং সেন্টারের শিক্ষার্থীরা।
এরপর অমল চন্দ্র রায়ের সঞ্চালনায় একে একে বক্তব্য রাখেন অতিথিরা। তাঁরা বিভিন্ন দিকনির্দেশনা ও প্রতিষ্ঠানের সাফল্যের কথা তুলে ধরেন এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননাসহ কোচিং সেন্টারের বিদায়ী শিক্ষক শহিদুল ইসলাম শিমুকে বিদায়ী সম্মাননা তুলে দেন। এসময় সদর ইউপি’র চেয়ারম্যান উচিত মনি চাকমা, সচিব নজরুল ইসলাম, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিসউদ্দিন, সাংবাদিক শাহাজাহান কবির সাজু, কোচিং সেন্টারের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩নং সদর ইউপি’র চেয়ারম্যান উচিত মনি চাকমা পানছড়ির একমাত্র গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত (এসএসসি-২০২৩) শিক্ষার্থী শারমিন আক্তারকে উপহার হিসেবে ইউপির পক্ষ থেকে ৫ হাজার টাকা সম্মানী তুলে দেন।