খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। শুক্রবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে অবিলম্বে ধর্ষণে অভিযুক্ত সুজন চাকমাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১০ মে ২০২৩ রাত ১১ টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ধন্যেকুমার চাকমার ছেলে সুজন চাকমা এক এসএসসি পরীক্ষার্থীকে পথ দেখিয়ে দেওয়ার নাম করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অশ্লীল ভাষায় গালি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।(বিজ্ঞপ্তি)