নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের রাবেয়া আক্তার বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ অর্জন করেছে। সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড পুন: নিরীক্ষণের ফলাফল ঘোষণা করেন।
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী রাবেয়া আক্তার চট্টগ্রাম বোর্ড এর পুনঃ নিরীক্ষণের মাধ্যমে জিপিএ-৫ অর্জন করেছেন। এর আগে গত ২৮ জুলাই প্রকাশিত এসএসসি ফলাফলে সে বিজ্ঞান বিভাগ হতে ৪.৮৯ পয়েন্ট পাওয়ায় বোর্ডে পুন: নিরীক্ষণের আবেদন করেন।