অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
১৯৭৮ সালে সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল ‘প্রগতি সংসদ ক্লাব’। উপজেলা সমাজ কল্যাণ হতে এটি সরকারিভাবে রেজিস্ট্রেশনও করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড, সরকারের টিকাদান কর্মসূচি, দুর্যোগের আশ্রয় কেন্দ্রসহ শিশু শিক্ষা, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে প্রশংসা অর্জন করেছিল। এটি ঐক্য, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজ কল্যাণমূলক অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান হিসেবে রাঙামাটি পার্বত্য জেলায় বেশ পরিচিতি লাভ করেছিল। এছাড়া উক্ত ক্লাব হতে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছিল।
তবে ৪৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী কাপ্তাই নতুন বাজারে অবস্থিত ‘প্রগতি সংসদ’ ক্লাবটি দীর্ঘ ১৭ বছর যাবৎ পরিচালনা ও অর্থ অভাবে সংস্কারবিহীন হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে ধ্বংস হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লাবটির ছাদের ওপরে কোন কিছুই নেই। ক্লাবের ভিতরে বড় বড় আঘাছা, গাছ জন্মে নষ্ট হয়ে আছে। ভেতরে সকল কাগজপত্র, আলমারি, চেয়ার-টেবিল বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে গেছে। সর্বোপরি একসময়ের জনপ্রিয় স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী প্রগতি সংসদ ক্লাবটি সংস্কার বিহীন পরিত্যক্ত ও ভূতুড়ে পরিবেশে পরিণত হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে প্রগতি সংসদ ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তপু জানান, ঐতিহ্যবাহী প্রগতি সংসদটি যারা পরিচালনা করত তারা অনেই মারা যাওয়ার পর থেকে আর এই ক্লাবটি পরিচালনা বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে এটির কার্যক্রমও স্থগিত হয়ে পড়ে। বর্তমানে অর্থ অভাবে আমরা কোন ধরনের উদ্যোগ নিতে পারছি না।
ক্লাবটির সাধারণ সম্পাদক সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, ক্লাবটি রাঙামাটি জেলার মধ্যে একটি স্বনামধন্য সংগঠন হিসেবে পরিচিত রয়েছে। এই ক্লাবে সরকারের বিভিন্ন কর্মসূচি পালনসহ সামাজিক কাজ পরিচালনা করা হতো। এবং এ ক্লাব হতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় খেলে সুনাম অর্জন করেছে। বর্তমানে ক্লাবটি মেরামত করা হলে স্থানীয়, সামাজিকভাবে মানুষের অনেক উপকার হবে। এছাড়া ক্লাবটি সংস্কাওে বিপুল পরিমাণ অর্থেরও প্রয়োজন। এটি সংস্কার করা হলে আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো। তাই এটি সংস্কারের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।