ওমর ফারুক ত্রিপুরার স্মরণে রাঙামাটিতে পার্বত্য চট্টাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর রাঙামাটি শহরের কাঁঠালতলী জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিসিপি রাবিপ্রবি সভাপতি নূর আলম, পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির রাঙামাটি জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমাম হোছাইন ইমু, কলেজ ছাত্র শিবিরের সভাপতি শাহেদ আলম ইমন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, রাঙামাটি প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, কলেজ শাখার নেতা আশরাফুল ইসলাম, পৌর সহ-সভাপতি আরিয়ান রিয়াজ প্রমুখ।
শোকসভায় বক্তাগণ বলেন, ১৮ই জুন ২০২১ সালের আজকের এই দিনে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলাধীন তুলাছড়ি পাড়ার মসজিদের ঈমাম নওমুসলিম শহীদ ওমর ফারুক ত্রিপুরাকে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গুলি করে নির্মমভাবে হত্যা করে। হত্যার চার বছর পরও এখনো কোনও আসামি গ্রেফতার হয়নি। মামলার কোন অগ্রগতি নেই। এমনকি হত্যাকান্ডের শিকার ওমর ফারুক ত্রিপুরার পরিবার পায়নি সরকারি কোনো ধরনের সহায়তাও।
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠনগুলো বাঙালি, সাধারণ পাহাড়িসহ নওমুসলিমদের হত্যা করছে, খুন, গুম অব্যাহত রেখেছে। রোয়াংছড়ির তুলাছড়িতে নওমুসলিম হওয়া ৩০টি পরিবার নিরাপত্তাহীনতায় আছে। অবিলম্বে নওমুসলিম পরিবারগুলোর নিরাপত্তায় ব্যবস্থা করতে হবে।
অবিলম্বে ওমর ফারুক ত্রিপুরাসহ পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস ও ইউপিডিএফ কর্তৃক হত্যাকান্ডের শিকার হওয়া সকল খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
সভা শেষে ওমর ফারুক ত্রিপুরার রুহের মাগফেরাত কামনা করে কাঁঠালতলী জামে মসজিদের পেশ ইমাম সেকান্দর হোসাইন রিজভী দোয়া ও মোনাজাত করেন।(বিজ্ঞপ্তি)