ঝুলন দত্ত, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তালুকদার সবুজ খামারের মালিক ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। ওয়াগ্গা ইউনিয়ন এর ২৫ একর আমের বাগানে তাঁর আম্রপালির গাছ আছে। কিন্তু এই বছর আশানুরুপ ফলন না তিনি হতাশ প্রকাশ করেছেন।
বুধবার সকালে বড়ইছড়ি বাজার তালুকদার সবুজ খামার দোকানে কথা হয় অরুণ তালুকদারের সাথে এই প্রতিবেদকের। তিনি জানান, বিগত বছরগুলোতে আমের সিজনে তাঁর বাগানে গড়ে ৫০- ৬০ মেট্রিকটন আ¤্রপালি ধরতো। স্থানীয় চাহিদা মিটিয়ে রাঙামাটি জেলার বাহিরে বেপারিরা আম নিয়ে যেত। বেশ লাভ হতো। কিন্তু এই বছর সর্বসাকুল্যে ১ মেট্রিকটন আ¤্রপালি হবে না। এই বছর যথেষ্ট লোকসান গুণতে হবে আমাকে।
ওয়াগ্গা ইউনিয়নের বটতলি এলাকায় দুই একর বাগানে আ¤্রপালির বাগান আছে চিরঞ্জিত তঞ্চঙ্গ্যার। তিনিও হতাশ প্রকাশ করে বলেন, এই বছর আশানুরূপ আ¤্রপালির ফলন ধরে নাই।
১৫ বছর আগে ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকায় প্রায় চার একর বাগানে আ¤্রপালির গাছ লাগিয়েছেন আপাই মারমা। তিনি বলেন, এই বছর আ¤্রপালির মোটেই ফলন হয় নাই। যেখানে একটি গাছে শতাধিক আম ধরতো, সেখানে গড়ে ১০টির মতো আম ধরেছে।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে আ¤্রপালির ফলন কম হলেও উপজেলার কিছু কিছু এলাকায় আ¤্রপালির ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে না থাকায় ওয়াগ্গা ইউনিয়নে এমনটি হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।