নিজস্ব প্রতিবেদক, প্রতিবেদক॥
ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব ১৪ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের ‘বি’ গ্রুপে চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে রাঙামাটি জেলা প্রথম ম্যাচে কক্সবাজার জেলা দলের কাছে ২৬৯ রানের বড় ব্যবধানে হেরেছে।
সোমবার সকালে টসে জিতে কক্সবাজার জেলা দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে কক্সবাজার জেলা দলের আবদুল্লাহর অসাধারন শতকে ৪৮.২ ওভারে ৩৫১ রানের পাহাড় সমান স্কোর সংগ্রহ করে অলআউট হয়ে যায়।আবদুল্লাহ ১০৭ বলে ১৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন।রাঙামাটির পারভেজ ১০ ওভারে ৭২ রান দিয়ে ৬ উইকেট নেন। মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ৩৫২ রানের কঠিন লক্ষে ব্যাট করতে নেমে ২০.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে ২৬৯ রানের বড় পরাজয় বরন করে।কক্সবাজারের ফাহিম ৫ টি ও তামিম ৪ টি করে উইকেট ভাগ করে নেন। রাঙামাটি পরবর্তী দুই ম্যাচ ৩ ডিসেম্বর বান্দরবান জেলা ও ৫ ডিসেম্বর ফেনী জেলার সাথে।