নিজস্ব প্রদিবেদক
ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব ১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের ‘বি’ গ্রুপে রাঙামাটি জেলা প্রথম ম্যাচে কক্সবাজার জেলা দলের কাছে ১২৫ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে। মঙ্গলবার চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
সকালে টসে জিতে কক্সবাজার জেলা দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কক্সবাজার জেলা দল ৪৭.২ ওভারে ২১৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। রাঙামাটির আবরারুল হক ৪টি ও রফিকুল কাদের ৩টি করে উইকেট নেন।
মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯০ রান সংগ্রহ করে ১২৫ রানে পরাজয় বরন করে। রাঙামাটির পক্ষে নজরুল সর্বোচ্চ ৪১ রান করেন। রাঙামাটি পরবর্তী ম্যাচ ১৩ ডিসেম্বর বান্দরবান ও ১৫ ডিসেম্বর ফেনী জেলা দলের সাথে।