কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারনে শুরু হওয়া এক পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।
মঙ্গলবার শহরে এক অনুষ্ঠানে তিনি এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন এবং একই সময় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পুলিশ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জন্য দুইটি স্পিডবোটও প্রদান করেন।
মঙ্গলবার সন্ধ্যায় পর্যটন কর্পোরেশন এলাকায় সংলগ্ন কাপ্তাই হ্রদের তীরে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা সাদেক আহম্মেদ, জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জেবুন্নেসা রহিম, সান্তনা চাকমাসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।